2nd class summary

 25/08/2020

Day-02/ Class-02

Trainer: Mohinul Islam

Phone: 01625-996288

#Main Topic- Digital Marketing.

Digital Marketing means digital tools/Market Place.

#Elements of Digital Marketing-

1- Branding, 2-Website, 3-SEO, 4-Advertise, 5-Social Media, 6-Content Marketing, 7- Viral, 8- Service

★ Branding: কাস্টমারের মনে একটি পন্যের ইউনিক বা অনন্য নাম বা পরিচিতি তৈরি করাকে ব্রান্ডিং বলা হয়।এক কথায় বলতে গেলে ব্রান্ডিং হচ্ছে আপনার ক্রেতা বা কাস্টমারের প্রতি আপনার পন্যের মান ও সেবার প্রতিশ্রুতি।

★ Website: ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা,আপলোডকৃত ছবি,অডিও,ভিডিও ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বুঝায়,যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার,স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে এক্সেস করে দেখতে পারি।

★SEO: SEO হলো Search Engine Optimization.

★Advertise: Advertise এর অর্থ প্রচার করা, বিজ্ঞাপন দেওয়া।

★Social Media: এটিকে এক কথায় বলা যায় যে,এটি এমন ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট বা এপ্লিকেশন যার মাধ্যমে ইউজার কন্টেন্ট (Text,Image,Audio,Video,Info) ইত্যাদি বানাতে ও শেয়ার করতে পারে এবং মতামত জানাতে পারে।

★Content Marketing: প্রোডাক্ট বা অফার সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টার্গেট অডিয়েন্সকে এংগেজ করাকেই কন্টেন্ট মার্কেটিং বলে। যেমন- ধামাকা অফার।

★Viral: ব্যাপকভাবে প্রচার।

★Service: মানুষের ব্যবহারের স্টেজ ভিত্তিক ও চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ-ই হলো service.

# What is digital marketing?

 * The marketing of products or services using digital channels to reach consumers.

        Or

* The key  objective is to promote brands through various forms of digital media & digital Technology. 

# Digital Marketing System:

   Social Media Marketing

   Content Curation

   SEO

   Email Marketing

   Location Based Marketing

   [ চলবে]