Inbound Marketing
#Inbound Marketing #
Inbound marketing মূলত গ্রাহকের পূর্ণ মনযোগ পেতে ফোকাস করে।
Inbound marketing এর মাধ্যমে পন্য বা সেবাকে গ্রাহকের নিকট সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উপস্থাপনার মাধ্যমে গ্রাহক কে ওই পন্য বা সেবার প্রতি আকর্ষন করে। যেহেতু Inbound marketing একটি ডিজিটাল মার্কেটিং ব্যাবস্থা তাই খুব সহজেই পন্য বা সেবার কোয়ালিটি সম্পর্কে জানা যায়।
এবং এর মাধ্যমে গ্রাহক পেতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
inbound marketing ব্যাবস্থা একটু জটিল হলেও এটা আপনার টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছাতে কার্যকর উপায়।
✍The way of getting customers by inbound marketing given below
Attract👉convert👉close👉Delight