Home work of 3rd class
CPA মার্কেটিং কাকে বলে? Lead কি?
CPA মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং যার মাধ্যমে কোন প্রতিষ্ঠান/কোম্পানির পন্যের প্রচার-প্রসার এবং সেবাদানের লক্ষ্যে ইন্টারনেট এবং অন-লাইন ভিত্তিক আধুনিক প্রযুক্তি কম্পিউটার, মোবাইল, অনান্য ডিজিটাল মিডিয়া এবং প্লাটফরম ব্যবহারের মাধ্যম কোম্পানির লিংক প্রতিনিধির মাধ্যমে কাষ্টমার/ট্রাফিক এর নিকট পৌছানো হয় তাকে CPA Marketing বলা হয়। CPA Marketing পদ্ধতিতে কোন Publisher বা প্রতিনিধি যদি ১০০টি লিংক প্রচার করে এবং যদি এর মধ্যে ১০টি লিংক কোন ট্রাফিক অথবা কাষ্টমার ব্যবহার করে তাহলে ১০টি Lead সংগ্রহ হবে।
ডিজিটাল মার্কেটিং কি?
কোন প্রতিষ্ঠান/কোম্পানির পন্যের প্রচার-প্রসার এবং সেবাদানের লক্ষ্যে ইন্টারনেট এবং অন-লাইন ভিত্তিক আধুনিক প্রযুক্তি (যেমনঃ-কম্পিউটার, মোবাইল, অনান্য ডিজিটাল মিডিয়া এবং প্লাটফরম) ব্যবহারের মাধ্যম হিসাবে আধুনিক মার্কেটিং এর একটি অন্যতম অংশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তেমানে মানুষ সরাসরি বা স্ব-শরিরে দোকানে পন্য ক্রয়ের জন্য যাওয়ার পরিবর্তে প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল হচ্ছে। কাজেই প্রতিষ্ঠান/কোম্পানি গুলো তাদের পন্যের প্রচার-প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পথ বেছে নিচ্ছে। যেমনঃ-Search Engine Optimization (SEO), Search Engine Marketing (SEM), Content marketing, Influencer Marketing, Content Automation, Campaign Marketing, Data-driven Marketing, E-commerce Marketing, Social media marketing, Social Media Optimization, E-mail direct marketing, display advertising, e–books, and optical disks and games ইত্যাদি।
সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সম্পর্ক কি?
সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। সিপিএ মার্কেটিং এর মাধ্যমে প্রতিষ্ঠান/কোম্পানি তাদের পন্যের প্রচার-প্রসার এবং সেবাদানের জন্য ডিজিটাল মার্কেটিং এর সকল প্লাটফরম গুলোকে ব্যবহার করে থাকে। বিস্তারিত বলতে গেলে- সিপিএ মার্কেটিং এর কাজ হচ্ছে পন্যের প্রচার প্রসার ঘটানো। ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ হচ্ছে পন্যের প্রচার প্রসার ঘটানো। সিপিএ মার্কেটিং পদ্ধতিতে নির্দিষ্ট কাষ্টমার টার্গেট করে প্রচার করা যায়। ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতেও নির্দিষ্ট কাষ্টমার টার্গেট করে প্রচার করা যায়। এক কথায় সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের ব্রান্ড অথবা পণ্যের প্রচার ও প্রসারে কাজ করে থাকে।
সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি?
সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য হচ্ছে-কোন কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্রান্ড তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য প্রতিনিধি হিসাবে সিপিএ মার্কেটিং কে ব্যবহার করে। কিন্তু সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্লাটফর্র্ম ছাড়া কোন কিছুর প্রচার বা প্রসার ঘটাতে পারেনা। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কোন কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্রান্ড তাদের পণ্যের প্রচার ও প্রসার সরাসরি করতে পারে সেক্ষেত্রে প্রতিনিধি হিসাবে সিপিএ মার্কেটিং এর কোন প্রয়োজন হয় না।
Relationship between CPA Marketing & Affiliate Marketing:
CPA marketing is on kind of marketing process by which some company offer their product for the people (traffic) by their promotion (website, face book, etc.) link, as same as Affiliate marketing same kind of process that the company offer their product for the people (traffic) by their promotion (web, face book, etc.) link. Purpose of both type of marketing is to promote their product offer to the people means customer (traffic). But earning condition is something difference from each other.
Dissimilarities between CPA Marketing & Affiliate Marketing:
Both marketing system product offer promoting system is similar. But lead generation, sell system or earning process is difference between each other. When we earn by CPA marketing simply we have to share the company link to the customer. When customer view this link and signup or enrolment their detail then complete our work. By the did we generate lead and earn money. On the other hand affiliate marketing is different from CPA. Same way we have to share link of the company or institution, when customer view this link and signup or enrolment their detail then purchase something. After completed successful purchase we earn money this is affiliate marketing.
সিপিএ মার্কেট প্লেসঃ
বর্তমান বিশ্বে 500 এর বেশি সিপিএ মর্কেট প্লেস আছে। তার মধ্যে প্রথম সারির কিছু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব।তার আগে একটি তথ্য জানিয়ে রাখি সিপিএ মার্কেট প্লেস এর মধ্যে কিছু মার্কেট সাইটে কাজ করতে গেলে এপ্রুভাল এর প্রয়োজন হয় আবার কিছু সাইটে এপ্রুভালের প্রয়োজন হয় না সহজে এপ্রুভ হয়ে যায় ফলে নতুনরা কাজ করতে পারে। তাই এ পর্যায়ে নতুনদের জন্য কিছু সাইট নিয়ে কথা বলব।
১। Maxbounty:
Maxbounty নতুনদের জন্য অন্যান্য মার্কেট প্লেস এর চেয়ে অনেক সহজ কেননা এটি সহজেই এপ্রুভ হয়ে যায়। কিন্তু অন্যরা এপ্রুভ করতে ঝামেলা করে বা অভিজ্ঞতা ছাড়া এপ্রুভ করতে চায় না।
Maxbounty তে আমরা CPA (Cost Per Action), CPS (Cost Per Sale) এবং CPL (Cost Per Lead) এর মাধ্যমে 24 ঘন্টায় 5% রেফারেল বোনাস সহ কাজ করতে পারি। PayPal, Payoneer, ACH, Check and Wire Transfer এর মাধ্যমে 100 ডলার সপ্তাহে 15টি পেমেন্ট সাইকেল এর মাধ্যমে দেওয়া হয়।
Maxbounty তে আমাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে যেমনঃ-Automotives, Biz Opp, Dating, Downloads, Education, Financial এবং আরো অনেক।
2। Advendor:
Advendor হচ্ছে Affiliate Marketing -এ নতুনদের জন্য একটি আদশ প্লাটফর্ম। অন্যান্য মার্কেট প্লেস এর চেয়ে অনেক সহজ কেননা এটি সহজেই এপ্রুভ হয়ে যায়। এতে কাজ করতে কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
Advendor তে আমরা CPA (Cost Per Action), CPS (Cost Per Sale), CPI (Cost Per Install) এবং CPL (Cost Per Lead) এর মাধ্যমে 24/7 ঘন্টায় 5% রেফারেল বোনাস সহ কাজ করতে পারি। PayPal, Web Money, Wire Transfer, and Bitcoin Wallet এর মাধ্যমে 50 ডলার সপ্তাহিক পেমেন্ট সাইকেল এর মাধ্যমে দেওয়া হয়।
3। FireAds:
FireAds হচ্ছে Affiliate Marketing -এ নতুনদের জন্য আরো একটি আদশ প্লাটফর্ম। অন্যান্য মার্কেট প্লেস এর চেয়ে অনেক সহজ কেননা এটিতে তাৎক্ষনিক এপ্রুভ হয়ে যায়। এতে কাজ করতে কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
FireAds তে আমরা CPA (Cost Per Action), CPS (Cost Per Sale), CPI (Cost Per Install) এবং CPL (Cost Per Lead) এর মাধ্যমে 24/7 ঘন্টায় 5% রেফারেল বোনাস সহ কাজ করতে পারি। Bank Transfer, ePayment, PayPal & WebMoney এর মাধ্যমে 20 ডলার সপ্তাহে 15 পেমেন্ট সাইকেল এর মাধ্যমে দেওয়া হয়।
4। PeerFly:
PeerFly হচ্ছে Affiliate Marketing -এ নতুনদের জন্য আরো একটি আদশ প্লাটফর্ম। এটি অনেকটা Maxbounty এর মত এবং অন্যান্য মার্কেট প্লেস এর চেয়ে অনেক সহজ কেননা এটিতে তাৎক্ষনিক এপ্রুভ হয়ে যায়। এতে কাজ করতে কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
FireAds তে আমরা CPA (Cost Per Action), CPS (Cost Per Sale) এবং CPL (Cost Per Lead) এর মাধ্যমে 24/7 ঘন্টায় 5% রেফারেল বোনাস সহ কাজ করতে পারি। PayPal, Bitcoin, Amazon Gift Cards (US Only), Payoneer, Postal Check (US only), ACH (US Only), Bank Wire এর মাধ্যমে 50 ডলার সপ্তাহে 15 পেমেন্ট সাইকেল এর মাধ্যমে দেওয়া হয়।
5। CPA Lead:
CPA Lead হচ্ছে Affiliate Marketing -এ নতুনদের জন্য আরো একটি আদশ প্লাটফর্ম। অন্যান্য মার্কেট প্লেস এর চেয়ে অনেক সহজ কেননা এটিতে তাৎক্ষনিক এপ্রুভ হয়ে যায়। এতে কাজ করতে কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
CPA Lead তে আমরা CPA (Cost Per Action), CPS (Cost Per Sale), CPL (Cost Per Lead) এবং PPC (Pay Per Click) এর মাধ্যমে 24/7 ঘন্টায় কাজ করতে পারি। PayPal, Bitcoin, Amazon Gift Cards (US Only), Payoneer, Postal Check (US only), ACH (US Only), Bank Wire এর মাধ্যমে 50 ডলার সপ্তাহে 15 পেমেন্ট সাইকেল এর মাধ্যমে দেওয়া হয়।
CPA Lead তে আমাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে যেমনঃ-Banner Ads, Pop-Under Ads এবং আরো অনেক।
এছাড়াও
6। Adscend Media, 7।AdWork Media, 8। ClickBooth 9। Mobidea, 10। CPAGrip, 11। BizProfits, 12। MGCash, 13। AdsMain, 14। CPATrend ইত্যাদি আরো 500 এর বেশি প্লাটফর্ম আছে।
মোট কথা আমরা উপরোক্ত প্লাট ফর্ম থেকে কাজের ধরন অনুযায়ী আয় করতে পারবো ইনশাআল্লাহ।