Landing page

 #Landing Page#


কোনো ওয়েবসাইট এ আপনি কোনো পন্য বা সেবার বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ওয়েবসাইটের যেই পেইজ টি আসবে তাকেই ল্যান্ডিং পেইজ  বলে।

ল্যান্ডিং পেইজ একটি ওয়েবসাইটের পরিচয়, তার অবস্থা সব কিছুই বর্ণনা করতে পারে।

marketing এর ভাষায় landind page একটি সুনির্দিষ্ট ওয়েব পেইজ যার উদ্দেশ্যে থাকে কাস্টমারকে কোনো একটি সুনির্দিষ্ট অফার, পণ্য বা সেবাতে নিবন্ধিত বা সরাসরি সংগঘঠিত করা।

landing page এর উদ্দেশ্য মূলত তিন প্রকার:

1) Direct sell: একমাত্র উদ্দেশ্য হলো পণ্য বা সেবা বিক্রয়। 

2) Lead generation : এর মাধ্যমে সাইটে ভিজিটরের প্রকৃতি  একজন ক্রেতা হিসেবে তাদের মানসিকতা যাচাই করতে বা ডিরেক্ট মার্কেটিং এর lead generation এর  দরকার আছে।

3) Click Throw landing: এটা মূলত  Direct sell ও lead generation এর কম্বিনেশন যা কাস্টমারদেরকে সরাসরি আপনার landing page এ নিয়ে আসবে এবং প্রোডাক্ট অফার করবে।